পাকিস্তানের বর্জনের গুঞ্জন শেষে ১ ঘণ্টা পেছাল ম্যাচ
১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা হাত না মেলানোর ঘটনায় এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান – দিনভর এমন গুঞ্জন ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে দেশটি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছেন, ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সাড়ে ৬টা) শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটি। পরিবর্তিত সময়ে ম্যাচটি এখন বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় (স্থানীয় সময় সাড়ে ৭টা) শুরু হবে।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মধ্যে মাঠের উদ্দেশ্যে পাকিস্তান দলের হোটেল ছাড়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিকেল বিকেল ৫টার পরেও হোটেল থেকে বের হয়নি পাকিস্তান দল।
অন্যদিকে ততক্ষণে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গিয়ে ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল প্রতিপক্ষ আরব আমিরাত।
সন্ধ্যা ৬টার আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইটে জানায়, পাকিস্তান দলকে ম্যাচের ভেন্যুর উদ্দেশ্যে হোটেল ছাড়তে বলা হয়েছে। এর কিছুক্ষণ পরেই ক্রিকইনফো ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানোর কথা জানায়।
ভারতের বিপক্ষে গত রোববার অনুষ্ঠিত ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়ে ভারতীয়রা।
এই ঘটনায় পিসিবি অভিযোগ করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট মানা করায় টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করেননি সালমান। এই ঘটনায় পাইক্রফটের অপসরণ চেয়ে আইসিসির কাছে চিঠি দেয় পিসিবি। আইসিসির কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় টুর্নামেন্ট থেকে পাকিস্তান নিজেদের সরিয়ে নিতে পারে – সূত্রের বরাত দিয়ে এমন খবর এসেছিল দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে।
মন্তব্য করুন: