সুপার ফোরে বাংলাদেশেরই কেবল পরপর দুই দিন খেলা
১৯ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার প্রতিযোগিতায় কেবল লিটন দাসের দলকেই পরপর দুই দিন মাঠে নামতে হবে।
বৃহস্পতিবার আবু ধাবিতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে তাড়া করে শ্রীলঙ্কা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে পা রাখে চারিত আসালাঙ্কার দল। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। এক জয়ে আফগানদের পয়েন্ট ২।
অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে এই চারটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই পর্বের সেরা দুটি দল আগামী ২৮ সেপ্টেম্বরে দুবাইয়ের ফাইনালে মুখোমুখি হবে।
আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপপর্বে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরেছিল লিটন-মুস্তাফিজরা।
এরপর পরপর দুইদিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়াইয়ের পরদিন পাকিস্তানের মুখোমুখি হবে লিটনের দল।
এই পর্বের তিন ম্যাচই দুবাইয়ে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে সুপার ফোরের সূচি:
তারিখ |
বাংলাদেশ সময় |
ম্যাচ |
ভেন্যু |
২০ সেপ্টেম্বর, শনিবার |
রাত ৮-৩০ মিনিট |
বাংলাদেশ – শ্রীলঙ্কা |
দুবাই |
২১ সেপ্টেম্বর, রোববার |
রাত ৮-৩০ মিনিট |
ভারত – পাকিস্তান |
দুবাই |
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার |
রাত ৮-৩০ মিনিট |
পাকিস্তান – শ্রীলঙ্কা |
আবু ধাবি |
২৪ সেপ্টেম্বর, বুধবার |
রাত ৮-৩০ মিনিট |
বাংলাদেশ – ভারত |
দুবাই |
২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার |
রাত ৮-৩০ মিনিট |
বাংলাদেশ – পাকিস্তান |
দুবাই |
২৬ সেপ্টেম্বর, শুক্রবার |
রাত ৮-৩০ মিনিট |
ভারত – শ্রীলঙ্কা |
দুবাই |
মন্তব্য করুন: