নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ইংলিস
১৯ সেপ্টেম্বর ২০২৫

চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। তার বদলে দলে নেওয়া হয়েছে অ্যালেক্স ক্যারিকে।
শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত মঙ্গলবার পার্থে অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে টান পড়ে ইংলিসের। বুধবার পরীক্ষার পর আগামী অক্টোবরের সিরিজ থেকে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার বিষয়টি জানা যায়।
এই নিয়ে নিউ জিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে প্রথম পছন্দের চার ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে দলে নেই প্যাট কামিন্স। অ্যাশেজের আগে বোলিং ঝালিয়ে নেওয়ার জন্য সেই সময়টায় শেফিল্ড শিল্ডে খেলবেন ক্যামেরন গ্রিন। আর প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিতে থাকবেন ন্যাথান এলিস।
গত ৯ মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাংশপেশির চোটে পড়লেন ইংলিস। এর আগে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে বদলি হিসেবে ফিল্ডিংয়ের সময় পেশিতে টান লাগায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সে সময় বিগ ব্যাশে খেলতে পারেননি তিনি।
ইংলিসের জায়গায় দলে ফেরা ক্যারির সামনে এটি টি-টুয়েন্টি ক্যারিয়ারে নতুন গতি দেওয়ার সুযোগ হিসেবে এসেছে। অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের টেস্ট উইকেটকিপার একসময় টি-টুয়েন্টি দলেও নিয়মিত ছিলেন। কিন্তু ব্যাট হাতে কখনও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৩৯ ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটারের গড় ১১ দশমিক ৭৭, স্ট্রাইক রেট ১১১ দশমিক ১৫।
গত মাসে ইংলিসের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টুয়েন্টিতে মাঠে নেমেছিলেন ক্যারি। সেটি ছিল এই ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে চার বছর পর তার প্রথম ম্যাচ।
নিউ জিল্যান্ডও অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দের ছয় ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না।
আগামী ১, ৩ ও ৪ অক্টোবর মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজটি।
মন্তব্য করুন: