২ পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০২৫
একাদশে দুই পরিবর্তন নিয়ে এশিয়া কাপে সুপার ফোরের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস।
শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে উইকেট নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকায় আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বাংলাদেশ অধিনায়ক।
বোলিংয়ে শক্তি বাড়াতে একাদশে ফেরানো হয়েছে শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলামকে। লঙ্কানদের বিপক্ষে গ্রুপপর্বে সবশেষ মাঠে নেমেছিলেন তারা। সেই ম্যাচে মাহেদি ২ উইকেট নিয়েছিলেন। উইকেটশূন্য ছিলেন শরিফুল।
তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে লেগ স্পিনে ২ উইকেটে নিয়েছিলেন রিশাদ।
গ্রুপপর্বে দু’দলের সবশেষ দেখায় ৬ উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: