জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল

২০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল

জাতীয় দলের নির্বাচক প্যানেলে সাবেক পেসার হাসিবুল হোসেনকে নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে মেয়েদের দল নির্বাচনের জন্য প্রথমবারের মতো কোনো নারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।

শনিবার বোর্ড সভা শেষে এই তথ্য জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

ছেলেদের নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করবেন হাসিবুল। দীর্ঘদিন ধরে তিনি বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি।

সাধারণত তিন সদস্যের নিয়েই কাজ করে আসছিল ছেলেদের নির্বাচক প্যানেল। তবে গত মার্চে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে যোগ দেন হান্নান সরকার। তখন থেকে গাজী আশরাফ ও রাজ্জাক নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন।

প্যানেলের নতুন সদস্য হাসিবুল খেলোয়াড়ি জীবনে পেসার ছিলেন। জাতীয় দলের জার্সিতে ৫ টেস্টে ৬ ও ৩২ ওয়ানডেতে ২৯ উইকেট নেন তিনি। ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী দলের সদস্যও ছিলেন এই ডানহাতি পেসার। ওই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ১১ উইকেট নেন তিনি।

অন্যদিকে নির্বাচক হিসেবে সালমাকে নিয়োগ দেওয়ার বিষয়টিকে ‘বৈপ্লবিক হিসেবে আখ্যা দিয়েছে বিসিবি। মেয়েদের নির্বাচক হিসেবে বর্তমানে কাজ করছেন সাজ্জাদ আহমেদ। তার সঙ্গে যোগ দেবেন সালমা। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের খেলোয়াড় তিনি।

দেশের হয়ে ৪৬টি ওয়ানডে ও ৯৫ টি-টুয়েন্টি খেলেছেন সালমা। তার নেতৃত্বে ২০১৮ সালে মেয়েদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালের জুলাইয়ে সবশেষ মাঠে নামা এই অলরাউন্ডার এখনও অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সালমাকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে ইফতেখার বলেন, “বাংলাদেশে প্রথমবারের জন্য মহিলা জাতীয় দলের জন্য শিপনের (সাজ্জাদ) সঙ্গে সালমা খাতুনকে বাড়তি নির্বাচক নিয়োগ দেওয়া হয়েছে। সালমা ২০১৪-১৫ সময়ে আইসিসির সেরা বোলার ও অলরাউন্ডার ছিল। বাংলাদেশ দলের অধিনায়ক ছিল। আমার মনে হয় এটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। সালমা থাকায় মহিলা দল আরও ভালোভাবে সহায়তাভাবে, গভীরভাবে (দল নির্বাচন) হবে।

মন্তব্য করুন: