শ্রীলঙ্কাকে হারাতে ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারাতে ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

পাতুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের শুরুর ঝড় থামিয়ে রানের লাগাম টেনে ধরেছিলেন স্পিনাররা। কিন্তু দাসুন শানাকার তাণ্ডবে শ্রীলঙ্কাকে দেড়শর ভেতর থামাতে পারেনি বাংলাদেশ। জয় দিয়ে সুপার ফোরের অভিযান শুরু করতে ১৬৯ রানের লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল। 

শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শানাকার ফিফটিতে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ৩৭ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা। মুস্তাফিজুর রহমান স্লগ ওভারে রানের চাকা না থামালে আরও বড় লক্ষ্য থাকতো সামনে। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ এই পেসার। ২৫ রানে ২ উইকেট নেন শেখ মাহেদি হাসান।

ফিল্ডিংয়ে এদিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তিনটি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল্ডাররা। একটি রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বোলারদের ওপর আক্রমণ শুরু করেন নিসাঙ্কা ও কুশল। পঞ্চম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে নিসাঙ্কাকে (২২) ফিরিয়ে ৪৪ রানের এই জুটি থামান তাসকিন আহমেদ। এরপরই কমতে শুরু করে রানের গতিও।

সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন কুশলও। আগের ওভারে রানআউটের হাত থেকে বেঁচে এই ব্যাটারকে ব্যক্তিগত ৩৪ রানে সাজঘরের পথ দেখান মাহেদি। এক ওভার পর কামিল মিশারাকে (৫) বোল্ড করেন এই অফ স্পিনার।

শরিফুল ইসলামের করা ১৪তম ওভারে থার্ড ম্যান অঞ্চলে কুশল পেরেরার ক্যাচ নেওয়ার চেষ্টাই করেননি মুস্তাফিজ। অবশ্য পরের ওভারেই পেরেরাকে (১৬) তুলে নেন তিনি। এরপরই তাণ্ডবের শুরুটা করেন শানাকা। তাকে সঙ্গ দেন অধিনায়ক চারিত আসালাঙ্কাও।

৪০ রানে থাকা শানাকার কিছুটা কঠিন ক্যাচে হাত ছোঁয়ালেও তা তালুবন্দি করতে ব্যর্থ হন শামীম হোসেন পাটোয়ারী। পরের ওভারে ১৭ রানে থাকা আসালাঙ্কাকে জীবন দেন তাওহিদ হৃদয়। শরিফুলের করা সেই ওভারে আসে ১৮ রান।

পরের ওভারে আবারও আসালাঙ্কার ক্যাচ ছাড়েন হৃদয়। তবে তার থ্রো ধরে লঙ্কান অধিনায়ককে রান আউট করেন লিটন। সেই ওভারে দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। তাসকিনের করা শেষ ওভারে একটি করে চার ও ছক্কায় ১০ রান নেন শানাকা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: