ফারুকি-নাইব-জানাতকে ছাড়া বাংলাদেশ সিরিজে আফগানিস্তান

২০ সেপ্টেম্বর ২০২৫

ফারুকি-নাইব-জানাতকে ছাড়া বাংলাদেশ সিরিজে আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য ঘোষণা করা আফগানিস্তান দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাত।

শনিবার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে জন্য দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দেশটির এশিয়া কাপের দলে ছিলেন ফারুকি, নাইব ও জানাত। ফারুকির বদলে দুই দলেই জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার বশির আহমেদ। এখন পর্যন্ত ১৪ টি-টুয়েন্টি ম্যাচে ১২ উইকেট ও পাঁচটি লিস্ট ‘এ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বাশির।

টি-টুয়েন্টির দল থেকে বাদ পড়েছেন এএম গাজানফার। তবে এই রহস্য স্পিনারকে রিজার্ভ হিসেবে রেখেছে আফগানরা। ওয়ানডে দলে আছেন তিনি।

গাজানফারকে ছাড়াই টি-টুয়েন্টি দলে চারজন স্পিনার আছে আফগানদের। অধিনায়ক রশিদ খানের সঙ্গে আছেন নূর আহমেদ, মুজিব উর রহমান ও মোহাম্মাদ নবী। ওয়ানডে দলেও আছেন চারজন স্পিনার – রশিদ, নবী, গাজানফার ও নানগেয়ালিয়া খারোটে।

আগামী ২ অক্টোবর শারজায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজটি। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৩ ও ৫ অক্টোবর। এরপর আবু ধাবিতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকউল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবী, শারাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমেদ, ফরিদ আহমেদ, আব্দুল্লাহ আহমাদজাই

রিজার্ভ: এএম গাজানফার, রহমাত শাহ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, আব্দুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ, মোহাম্মদ সালিম সাফি

রিজার্ভ: বিলাল সামি, ফারিদুন দাউদজাই

মন্তব্য করুন: