বাভুমাকে ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে দক্ষিণ আফ্রিকা
২২ সেপ্টেম্বর ২০২৫

টেম্বা বাভুমার হাত ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শিরোপা ধরে রাখার অভিযানে প্রোটিয়াদের নতুন চক্রের শুরুটা করতে হচ্ছে নিয়মিত অধিনায়ককে ছাড়াই। চোটের কারণে পাকিস্তান সফরে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার।
সোমবার এইডেন মারক্রামকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের শিরোপা জেতার পর ২০২৫-২৭ চক্রে প্রথমবারের মাঠে নামতে যাচ্ছে প্রোটিয়ারা।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাঁ পায়ের মাংসপেশির চোটে পড়েন বাভুমা। পরে তিনি আর ব্যাটিংয়েও নামেননি। তখনই শঙ্কা জেগেছিল অক্টোবরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তার অংশ নেওয়া নিয়ে।
চোট থেকে সেরে উঠতে বাভুমার ছয় থেকে আট সপ্তাহ লাগবে বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। আগামী নভেম্বরে ভারত সফরে বাভুমাকে পুরো ফিট হিসেবে পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করবে তারা।
প্রোটিয়াদের জন্য বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে বাভুমার চোট। গত জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়তে হয় তাকে। সেই অবস্থায় দ্বিতীয় ইনিংসে মারক্রামের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪৭ রানের জুটি গড়ে দেশকে ২৭ বছর পর আইসিসির কোনো শিরোপা জেতাতে সহায়তা করেন তিনি। চোটের সঙ্গে লড়াই করে খেলেন ৬৬ রানের ইনিংস।
সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সেই মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি বাভুমাকে। ২০২২ সাল থেকে বাঁ কনুইয়ের সমস্যার কারণে বিভিন্ন সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
বাভুমার চোট নিয়ে উদ্বিগ্নের কথা জানিয়ে কনরাড বলেন, “প্রতি সিরিজে সে চোট পড়ছে। এমন না যে সে কোনো চেষ্টা করছে না। সে তার ক্ষমতার মধ্যে সবকিছুই করছে যাতে করে চোটমুক্ত থাকতে পারে। তার ছন্দও ভালো আছে। তবে বয়স তার পক্ষে নেই, তাই এটা একটা চিন্তার বিষয়। তবে আমি নিশ্চিত মেডিকেল টিম ও টেম্বার ইচ্ছাশক্তি তাকে ফিট করে তুলবে।”
আগামী ১২ অক্টোবরে লাহোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দল:
এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ (দ্বিতীয় টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা।
মন্তব্য করুন: