বিশ্বকাপে অন্তত ২ ম্যাচ জয়ের লক্ষ্য মেয়েদের

২২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপে অন্তত ২ ম্যাচ জয়ের লক্ষ্য মেয়েদের

দ্বিতীয়বারের মতো মেয়েদের বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে টানা পাঁচ মাস কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগই পায়নি মেয়েরা। সব মিলিয়ে প্রস্তুতির ঘাটতি নিয়েই বিশ্ব মঞ্চে লড়াই করতে যাচ্ছে তারা। লক্ষ্য বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে জেতা।

বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রস্তুতির ঘাটতি থাকলেও কোচ সরওয়ার ইমরান প্রত্যাশা, বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে জিততে পারবে তারা।

আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ ধরে খেলা ও ভালো খেলা। আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য দলের সঙ্গেও আমরা... কাউকে বড় করে দেখছি না। শতভাগ দিয়ে চেষ্টা করব।

পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করার কারণও আছে বটে। গত আসরে তাদের বিপক্ষেই একমাত্র জয়টি এসেছিল বাংলাদেশের। এছাড়াও দলটির বিপক্ষে ১৬ বারের মুখোমুখি দেখায় ৭টিতে জয় তাদের। আর শক্তির বিচারে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে আছে দল।

প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। তবু অস্ট্রেলিয়া বা আরও দুই-একটা দলের যে স্ট্যান্ডার্ড, তাদেরকে আমরা নিজেদের চেয়ে অনেক ওপরে দেখব না। আমাদের মতো ভাবব এবং জেতার জন্যই খেলব প্রতিটি ম্যাচ। গত বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার আরও কিছু ম্যাচ জেতার জন্য যাচ্ছি।

গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর লম্বা সময় ধরে হয়েছে প্রস্তুতি ক্যাম্প। গত মাসে নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে সিরিজ খেলেছে তারা।

বড় দলের সঙ্গে মাঝের সময়টায় ম্যাচ খেলতে পারলে প্রস্তুতিটা আরও ভালো জানিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “অবশ্যই আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি। তবে আমি মনে করি, বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি আছে, সবগুলো আমরা পেয়েছি। এখনও পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি, সব সুযোগ-সুবিধা পেয়েছি। চেষ্টা তো করা হয়েছে। তবে যেটা হয়নি, সেটা নিয়ে চিন্তা করছি না। যেভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছি, আমার মনে হয় ক্রিকেটাররা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।

কলম্বোতে দুটি প্রস্তুতি ম্যাচের পর আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূলপর্বের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর লিগপর্বের বাকি ছয়টি ম্যাচ খেলতে ভারতে যাবে জ্যোতির দল।

মন্তব্য করুন: