এশিয়া কাপ জিতলে তবেই হাসবেন বাংলাদেশ কোচ

২৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ জিতলে তবেই হাসবেন বাংলাদেশ কোচ

এশিয়া কাপ শুরুর আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, তার দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছেন। সুপার ফোরে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে একই বার্তা দিয়ে হেড কোচ ফিল সিমন্সও জানিয়েছেন, টুর্নামেন্ট জিতলেই তার মুখে হাসি ফুটবে।

গত শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু করার ম্যাচে সিমন্সের দিকে যখন ক্যামেরা তাক করা হয়, তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকে তাকিয়ে থাকতে দেখা যায়। ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। জবাবে এই ক্যারিবিয়ান জানান, শ্রীলঙ্কাকে হারানোই কেবল তাদের লক্ষ্য নয়।

আমি এমন একজন, যে যতটা পারা যায় আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কারণ আমরা এখানে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি, আমরা এসেছি টুর্নামেন্ট জিততে। বাদ পড়লে বা চ্যাম্পিয়ন হলে তখনই আমার আবেগ দেখাতে পারব। এখন আমার কাজ ড্রেসিংরুমে সবার পা মাটিতে রাখা।

বুধবার দুবাইয়ে টুর্নামেন্টের ফেবারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচেই দাপুটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল। কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীদের নিয়ে গড়া স্পিন আক্রমণের সঙ্গে রয়েছে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেক শর্মা শুভমান গিল।

এমন ছন্দে থাকা দলকে হারানো সম্ভব কি নাজানতে চাওয়া হলে সিমন্স বলেন, “সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো, সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করব এবং ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।

নিজেদের সেরা পারফরম্যান্স ছাড়াও ভারতকে হারাতে দরকার আত্মবিশ্বাস, যেটা লিটন-মুস্তাফিজদের আছে বলে জানান বাংলাদেশ কোচ।

হারানোর বিশ্বাস থাকতে হবে। আজ যখন বসে আমরা আলোচনা করেছি দলের মধ্যে অনেক আত্মবিশ্বাস ছিল যে, আমাদের সেই সুযোগটা আছে। যদি সুযোগ আসে, কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে জিততে হলে সুযোগ কাছে লাগাতে হবে।

দুদলের শক্তিমত্তায় ব্যাপক পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে যে কোনো ফরম্যাটে ভারত-বাংলাদেশ ম্যাচে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন সিমন্স।

সব ম্যাচেই হাইপ থাকে, বিশেষ করে ভারত যেই ম্যাচে থাকে। কারণ তারা বিশ্বের এক নম্বর টি-টুয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি। ম্যাচের আগে আমাদের ভাবনা এটাই থাকে যে, উপভোগ করো আর সেরাটা দাও।

মন্তব্য করুন: