টানা ২ দিন খেলা বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে: সিমন্স
২৩ সেপ্টেম্বর ২০২৫

এক তো সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম, তার ওপর সুপার ফোরের একমাত্র দল হিসেবে পরপর দুই দিন মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ। এভাবে পরপর টি-টুয়েন্টি ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই বেশ কঠিন বলে মনে করছেন হেড কোচ ফিল সিমন্স।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পরদিন লিটন দাসের দলের প্রতিপক্ষ পাকিস্তান।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পরপর দুই দিন ম্যাচ খেলা প্রসঙ্গে নিজের হতাশা প্রকাশ করে সিমন্স বলেন, “এটা খুবই কঠিন পরপর টি-টুয়েন্টি ম্যাচ খেলা, পরপর ওয়ানডে ম্যাচ খেলা। এটা ভালো দিক না। তবে আমরা তৈরি আছি, অনেক কঠোর অনুশীলন করেছি। আমার মতে, ছেলেরা পরপর দুটি ম্যাচ সামলানোর জন্য যথেষ্ট ফিট আছে। তবে এটা কোনো দলের জন্যই ন্যায্য নয়, পরপর টি-টুয়েন্টি খেলা। লোকে যতটা মনে করে এটা তার চেয়েও কঠিন।”
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু করা বাংলাদেশের জন্য স্বস্তি তাওহিদ হৃদয়ের ছন্দে ফেরা। গ্রুপপর্বের তিন ম্যাচে ধুঁকতে থাকা এই ব্যাটার শনিবার নিজের খেলেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস। এছাড়াও ৪ উইকেটে জয়ের ম্যাচে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাইফ হাসান।
এই দুই ব্যাটারের রানে ফেরা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, “টুর্নামেন্টগুলোতে এমনটাই হয়, কেউ ভালো শুরু করে এবং ছন্দ হারিয়ে ফেলে। আবার কেউ ভালো শুরু করে না কিন্তু যখন দরকার হয় জ্বলে ওঠে। হৃদয় যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুশি। সে এখন ছন্দে এসে অধিনায়কের সঙ্গে যোগ দিচ্ছে। সাইফ ভালো খেলছে। সব মিলিয়ে আমরা ভালো একটা ব্যাটিং ইউনিট পাচ্ছি এবং ছেলেরা পারফর্ম করছে, যেটা গুরুত্বপূর্ণ।”
হৃদয়ের ছন্দে ফেরার প্রসঙ্গে আলাদা করে সিমন্স বলেন, “যখন খেলোয়াড়রা ছন্দে থাকে না এবং আপনি জানেন যে তাদের সক্ষমতা কীরকম, তখন এটা তাদের বারবার মনে করিয়ে দেওয়া যে তারা কী করতে পারে, কীভাবে এই অবস্থা থেকে বের হতে পারে। বিশেষ যখন কেউ ছন্দে থাকে না এবং অনুশীলনে আসে, তখন তারা কীভাবে অনুশীলন করছে সেটা ছন্দে ফিরতে সহায়তা করে। তাই আমার মনে হয়, সে কঠোর পরিশ্রম করছে এবং তাকে ছন্দে ফিরতে দেখে ভালো লাগছে।”
মন্তব্য করুন: