বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রামে রাখতে চায় না ভারত

২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বিপক্ষে বুমরাহকে বিশ্রামে রাখতে চায় না ভারত

পিঠের চোট কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফেরার পর থেকেই যশপ্রীত বুমরাহকে নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে আছে ভারত। এশিয়া কাপের অভিযান শেষেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বুমরাহকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে।

বুধবার দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত হবে সূর্যকুমার যাদবের দলের।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে পিঠের চোটে পড়েছিলেন বুমরাহ। এই কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফেরেন তিনি। তবে ডানহাতি এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় তাকে কেবল তিন ম্যাচে খেলায় ভারত।

এশিয়া কাপে এখন পর্যন্ত ভারতের খেলা চার ম্যাচের মধ্যে তিনটিতেই মাঠে নামেন বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে দেশটি।

আগামী অক্টোবর ভারতের মাঠে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফলে এবারও আলোচনায় আছে বুমরাহর ওয়ার্কলোডের বিষয়টি।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুমরাহর মাঠে নামার প্রসঙ্গে ডেসকাটে বলেন, “আমি বলব, ওকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম।

বাংলাদেশের বিপক্ষে জিতলে সুপার ফোরের শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়ে এই সহকারী কোচ বলেন, “শেষ ম্যাচে আমাদের যদি বুমরাহকে বসানোর সুযোগ থাকে তাহলে আমরা তা করতে পারি। তবে আমি বলতে চাই, আমরা প্রতিটি ম্যাচে সেরা একাদশ নামাতে চাই। আর বুমরাহ অবশ্যই সেই দলে থাকছে।

এবারের এশিয়া কাপে বল হাতে এখন পর্যন্ত সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বুমরাহ। তিন ম্যাচে উইকেট নিয়েছেন ৩টি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে ওভারে উইকেট শূন্য থেকে দিয়েছেন ৪৫ রান। তবে এসব নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট।

এমনও কিছু দিন থাকবে যেখানে বুমরাহ উইকেট পাবে না এবং রান দেবে। তবে দলের ভারসাম্য কৌশলের জন্য দুই পেসার আর স্পিন-নির্ভর বোলিং আক্রমণই এখন সেরা বলে মনে করি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add