লিটনকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
২৪ সেপ্টেম্বর ২০২৫

অধিনায়ক লিটন দাসকে ছাড়াই ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।
বুধবার দুবাইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। একাদশে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা।
গত সোমবার ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলনের সময় পাঁজরে বল লেগেছিল লিটনের। সে সময় এই ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শেখ মাহেদি হাসান ও শরিফুল ইসলাম। একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব। প্রথমবারের এবারের আসরে খেলার সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ভারত জেতে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে মুস্তাফিজ-হৃদয়রা। অন্যদিকে ভারত জিতলে এক ম্যাচ হাতে রেখেই চলে যাবে ফাইনালে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ:
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: