তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে তাসকিনের ১০০

২৫ সেপ্টেম্বর ২০২৫

তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে তাসকিনের ১০০

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নেওয়ার পথে এই কীর্তি গড়েছেন তিনি।

৯৯ উইকেট নিয়ে মাঠে নামা তাসকিন ম্যাচের প্রথম ওভারের চতুর্থ বলে সাহিবজাদা ফারহানকে তুলে নিয়ে শততম উইকেটটি নেন। এরপর নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে বাকি দুটি উইকেট নেন তিনি। ম্যাচে ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন ৩০ বছর বয়সী এই পেসার।

জাতীয় দলের জার্সিতে ৮২ ম্যাচে তাসকিনের উইকেট এখন ১০২টি। গড় ২১ দশমিক ৫৫ এবং ওভারপ্রতি রান দিয়েছেন ৭ দশমিক ৬২ করে। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৪ উইকেট।

বাংলাদেশের হয়ে সবার আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার তার ক্যারিয়ার শেষ করেন ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে।

দেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে এক উইকেট শিকার করা বাঁহাতি এই পেসারের বর্তমান উইকেট ১৫১টি। এরই সঙ্গে এককভাবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

মুস্তাফিজের উপরে থাকা নিউ জিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে অবসরে গেছেন। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খান নিয়েছেন ১৭৩ উইকেট।

মন্তব্য করুন: