বাংলাদেশ সিরিজে শামারের খেলা নিয়ে শঙ্কা
২৬ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। একই সঙ্গে আগামী মাসে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজেও ডানহাতি এই ফাস্ট বোলারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে শামারের বাদ পড়ার কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। তবে চোটের ধরন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। বাংলাদেশ সফরের আগে শামারের চোটের অবস্থার মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। এখানে ১৮ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
এখান থেকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউ জিল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে পাঁচটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে তারা।
আগামী ২ অক্টোবর আহমেদাবাদে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্ট। এরপর দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর। এই সিরিজের জন্য শামারের বদলে দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার ইয়োহান লেইন।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও তার অভিষেক হয়নি।
১৯টি প্রথম শ্রেণির ম্যাচে এখন পর্যন্ত লেইনের শিকার ৬৬টি উইকেট প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ ঘরোয়া আসরে ডানহাতি পেসে ছয় ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন: