নাটকীয় ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

২৭ সেপ্টেম্বর ২০২৫

নাটকীয় ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

অভিষেক শর্মার শুরুর তাণ্ডবের পর তিলক ভার্মার শেষের ঝড়ে এবারের এশিয়া কাপের প্রথম দল হিসেবে দুইশ ছোঁয়া সংগ্রহ পায় ভারত। জবাবে পাতুম নিসাঙ্কার সেঞ্চুরিতে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় খেলা গড়াল সুপার ওভারে। তবে এরপর টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আর পেরে ওঠেনি তারা।

আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভারে মাত্র ২ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর প্রথম বলে দৌড়ে ৩ রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব ও শুভমান গিল।

শুক্রবার দুবাইয়ে সুপার ফোরের শেষ ম্যাচে অভিষেকের ফিফটিতে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে সমান রান তোলে লঙ্কানরাও।

শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১২ রান। হাতে ছিল ৬ উইকেট। হার্শিত রানার করা প্রথম ডেলিভারিতে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন নিসাঙ্কা। পরের তিন বলে দলের খাতায় যোগ হয় ৫ রান। পঞ্চম বলে দাসুন শানাকা চার মারলে শেষ বলে লঙ্কানদের দরকার ছিল ৩ রান। স্লোয়ার ডেলিভারিটি লং অনের দিকে ঠেলে দৌড়ে ২ রান নিয়ে ম্যাচ টাই করেন শানাকা।

তবে শ্রীলঙ্কার সামনে তৃতীয় রানটিও নেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় ডাইভ দেওয়া শানাকা ডাইভ সময় মতো উঠে দাঁড়াতে না পারায় তা আর হয়নি।

আর্শদীপের করা সুপার ওভারের প্রথম বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন কুশল পেরেরা। পরের বলে সিঙ্গেল নেন কামিন্দু মেন্ডিস। অপরটি আসে ওয়াইড থেকে। পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন শানাকা।

জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ওভারের প্রথম বলটি কাভার অঞ্চল দিয়ে ঠেলে দৌড়েই ৩ রান নেন সূর্যকুমার।

রান তাড়ায় এবারের এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি করা নিসাঙ্কা ফেরেন ১০৭ রানে। ম্যাচসেরার পুরস্কার পাওয়া ডানহাতি এই ওপেনার তার ৫৮ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ৬ ছক্কায়।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে শ্রীলঙ্কার হয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন নিসাঙ্কাএর আগে প্রথম ওভারে কুশল মেন্ডিসের (০) উইকেট হারানোর পর নিসাঙ্কা ও পেরেরার আক্রমাণত্মক ব্যাটিংয়ে জয়ের ভিত পেয়েছিল শ্রীলঙ্কা। ৫৮ রান করা পেরেরাকে স্টাম্পিং করিয়ে ৭০ বলে ১২৭ রানের এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। এরপর অধিনায়ক চারিত আসালাঙ্কা (৫) ও কামিন্দু (৩) খুব একটা সুবিধা করতে পারেননি।

পঞ্চম উইকেটে শানাকাকে নিয়ে দলকে জয়ের পথে রাখা নিসাঙ্কা ৫২ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ওভারেই গিলের (৪) উইকেট হারায়। অপর প্রান্তে গত দুই ম্যাচের মতো এদিনও বোলারদের ওপর তাণ্ডব চালান অভিষেক। বাঁহাতি এই ওপেনারের আগ্রাসনে পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় ৭১ রান। ২২ বলে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তিনি।

তবে সপ্তম ওভারে ধুঁকতে থাকা অধিনায়ক সূর্যকুমারকে (১২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫৯ রানের এই জুটি ভাঙেন হাসারাঙ্গা। সঙ্গীর বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করা অভিষেকও।

দ্রুত দুই উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করতে থাকেন তিলক ও সাঞ্জু স্যামসন। ৩৯ রান করা স্যামসনকে ফিরিয়ে ৬৬ রানের এই জুটি ভাঙেন শানাকা। পরের ওভারে সাজঘরের পথ দেখেন হার্দিক পান্ডিয়াও (২)। শেষ পর্যন্ত তিলক (৪৯*) ও অক্ষর প্যাটেলের (২১*) ঝড়ো ব্যাটিংয়ে এবারের আসরের প্রথম দল হিসেবে দুইশ রান পার করে ভারত।

রোববার শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add