আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে সৌম্য
২৮ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। চোট থেকে নিয়মিত অধিনায়ক লিটন দাস এখনও সেরে না ওঠায় তার বদলে দলে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকের আলী অনিককে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের দল থেকে কেবল একটি পরিবর্তন আনা হয়েছে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান লিটন। সেই চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, এমআরই স্ক্যানের পর লিটনের পেটের বাঁ দিকের মাংসপেশিতে গ্রেড-১ এর চিড় ধরা পড়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং টি-টুয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না। পুনর্বাসন প্রক্রিয়ায় তার উন্নতির বিষয়টি মেডিকেল টিম পর্যবেক্ষণ করবে।
জাতীয় দলের জার্সিতে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন সৌম্য। আর সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন গত বছর ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ফরম্যাটে ৮৬ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটার ১ হাজার ৪৬২ রান করেছেন। ফিফটি হাঁকিয়েছেন পাঁচটি।
আগামী ২ অক্টোবর শারজায় শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি দল:
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
মন্তব্য করুন: