মৌসুমের বাকি সময় ম্যানইউর দায়িত্বে ক্যারিক
১৪ জানুয়ারি ২০২৬
চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটির সাবেক ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
মৌসুম জুড়ে হতাশাজনক পারফরম্যান্সের পর গত ৫ জানুয়ারি প্রধান কোচ রুবেন আমুরিকে বরখাস্ত করে ইউনাইটেড। পরের দুই ম্যাচে অস্থায়ীভাবে দলটির কোচের দায়িত্ব পালন করেন ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার।
২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলেন ক্যারিক। এর আগে অস্থায়ী কোচ হিসেবে দুই দফায় ইউনাইটেডের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২২ থেকে গত বছর পর্যন্ত ছিলেন দ্বিতীয় স্তরের ক্লাব মিডলসব্রার কোচ।
হতাশাজনক মৌসুমে এখন কেবল প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে আছে ইউনাইটেড। গত রোববার ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে এবং গত আগস্টে ইংলিশ ফুটবল লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা। আর গত মৌসুমে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থেকে লিগ শেষ করায় এবারের মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতাতে নেই ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি।
লিগে ২১ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে আছে ইউনাইটেড, হেরেছে ৬টিতে। আগামী শনিবার ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াবেন ক্যারিক।















মন্তব্য করুন: