ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে: ক্রিকইনফো

৭ জানুয়ারি ২০২৬

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে: ক্রিকইনফো

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ আইসিসি নাকচ করে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

মঙ্গলবার রাতে প্রকাশিত প্রতিবেদনে ক্রিকইনফো বলছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না খেললে ম্যাচের পয়েন্ট পাওয়া যাবে না। মঙ্গলবার অনলাইন সভায় বিসিবিকে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। তবে আইসিসির কাছ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসার বিষয়টি অস্বীকার করেছে বিসিবি।

অন্য প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক আরেক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির দাবির সঙ্গে একমত নয় আইসিসি। সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তারা নিজেদের অবস্থান থেকে সরার সম্ভাবনা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া আগামী শনিবারের মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সরকার দলীয় বিজেপির কিছু নেতা ও উগ্রবাদী ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত শনিবার এই পেসারকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে একই দিন মুস্তাফিজকে ছেড়ে দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।

এরপর গত রোববার নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আর এক মাস পর। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের ম্যাচ দুটিও একই ভেন্যুতে হবে। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে।

মন্তব্য করুন: