নিরাপত্তা শঙ্কা নিয়ে আইসিসির সঙ্গে কাজ করবে বিসিবি
৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপের সময় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির উদ্বেগগুলো নিরসনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আইসিসি।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এই জবাব পাওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে মেইল করেছিল বিসিবি। সেটা নিয়েই যোগাযোগ করে আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আইসিসি তাদের আগ্রহের কথা জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে ও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার রাতে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না খেললে ম্যাচের পয়েন্ট পাওয়া যাবে না। মঙ্গলবার অনলাইন সভায় বিসিবিকে বিষয়টি জানায় আইসিসি।
তবে এই দাবিকে অসত্য উল্লেখ করে বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বলা হয়েছে যে বোর্ডকে এ বিষয়ে একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই"
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আগের মতোই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় বিসিবি। তবে আগে ভারতে গিয়ে না খেলার কথা বললেও এখন বাস্তবসম্মত একটি সমাধান বের করতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালানোর ইচ্ছার কথা জানায় সংস্থাটি।
“২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার ভঙ্গিতে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি, যাতে একটি সৌহার্দ্যপূর্ণ ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়।”















মন্তব্য করুন: