ভিনিসুসের কাছে ক্ষমা চাইলেন আতলেতিকোর কোচ

১৩ জানুয়ারি ২০২৬

ভিনিসুসের কাছে ক্ষমা চাইলেন আতলেতিকোর কোচ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে নিজের আচরণের জন্য ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রের কাছে ক্ষমা চেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।

সৌদি আরবে জেদ্দায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে রিয়াল কাছে - গোলে হেরে বিদায় নেয় আতলেতিকো।

দুই নগরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ছাপিয়ে সেদিন আলোচনার বিষয় হয়ে ওঠে সিমিওনের আচরণ। ম্যাচ চলাকালে টিভি ফুটেজে দেখা যায়, টাচলাইনে দাঁড়িয়ে আতলেতিকো কোচ ভিনিসুসের উদ্দেশে বারবার বলছিলেন, “পেরেস তোমাকে ক্লাব থেকে বিদায় করে দিতে চলেছেন। মনে রেখ আমি তোমাকে কি বলছি।

এরপর ৮১তম মিনিটে ভিনিসুস বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় দর্শকদের দুয়োধ্বনির প্রতিও ইশারা করেছিলেন সিমিওনে।

মঙ্গলবার কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে আতলেতিকো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে সিমিওনে জানান, সেই ম‍্যাচে তার আচরণ সঠিক ছিল না।

তারা যে ঘটনা দেখেছেন, এর জন‍্য জনাব ফ্লোরেন্তিনো জনাব ভিনিসুসের কাছে ক্ষমা চাইছি। নিজেকে ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়া আমার ভুল ছিল। যে দল জিতেছে, জয় তাদের প্রাপ‍্য ছিল।

সেদিন সীমা অতিক্রম করছিলেন কি না, জানতে চাইলে এই আর্জেন্টাইন কোচ বলেন, “আমি ক্ষমা চেয়েছি, কিন্তু মার্জনা চাইনি। এর বাইরে আর কিছু বলার নেই।

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে ওঠা রিয়াল শিরোপা লড়াইয়ে গত রোববার বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add