মর্যাদার প্রশ্নে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে দিতে চান না ক্রীড়া উপদেষ্টা

৭ জানুয়ারি ২০২৬

মর্যাদার প্রশ্নে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে দিতে চান না ক্রীড়া উপদেষ্টা

ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার আগের সিদ্ধান্তেই বাংলাদেশ অনড় অবস্থানে আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। খেলতে না যাওয়ার কারণ হিসেবে নিরাপত্তা ইস্যুর চেয়েও তার বক্তব্যে বড় হয়ে এসেছে দেশের মর্যাদা রক্ষার কথা!

বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমূল আবেদীন ফাহিমসহ আরও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন আসিফ নজরুল।

আলোচনা শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, “ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সরকার দলীয় বিজেপির কিছু নেতা ও উগ্রবাদী ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত শনিবার এই পেসারকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে একই দিন মুস্তাফিজকে ছেড়ে দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।

এরপর গত রোববার নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে থেকে নিজেদের ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ইমেইল করেছিল বিসিবি। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে সেই মেইলের জবাব পাওয়ার কথা জানায় বোর্ড।

সেখানে বলা হয়, ভারতে বিশ্বকাপের সময় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির উদ্বেগগুলো নিরসনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আইসিসি। কিন্তু ভেন্যু পরিবর্তনের বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলবিসিবি কখনোই খেলতে না যাওয়ার কারণ হিসেবে যৌক্তিকভাবেই দেশের মর্যাদাকে ইস্যু করেনি। সামনে এনেছে নিরাপত্তা ইস্যুটিকে। যদিও মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সকে দল থেকে বাদ দিতে ভারতের কিছু উগ্রবাদী নেতা দাবি তুললেও বাংলাদেশ দলের বিরুদ্ধে কোনো হুমকি আসেনি। আইসিসি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং এ নিয়ে বিসিবির যে কোনো মতামত গুরুত্বের সঙ্গে দেখা হবে জানিয়েছে। কিন্তু আসিফ নজরুল বাংলাদেশের মর্যাদার বিষয়টিকে ইস্যু করে ভারতে দল না পাঠাতে চাইছেন।

ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।

আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি।

শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে বিসিবির তরফ থেকে আইসিসিকে আবার মেইল করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, “আশা করি আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি, সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে। আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাব।

অবশ্য সেই শক্ত যুক্তিগুলো কী, তা তিনি সাংবাদিকদের জানাননি।

আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে নিয়েছি যে আমরা আইসিসিকে বোঝাব, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই।

মন্তব্য করুন: