সোসিয়েদাদকে হারিয়ে বার্সাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল
১৮ সেপ্টেম্বর ২০২৩

ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। লিগে এ মৌসুমে পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই জিতল কার্লো আনচিলেত্তির দল।
রোববার ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরতে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে ফেদেরিকো ভালভার্দে মৌসুমে নিজের প্রথম গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান। ৬০তম মিনিটে ফ্রান গার্সিয়ার ক্রস থেকে হোসেলু হেডে এগিয়ে যায় স্বাগতিক দল।
শনিবার বেতিসকে ৫-০ গোলে হারানো বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ।
রোববার আরেক ম্যাচে ভালেন্সিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ।
১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে আতলেটিক বিলবাও। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৭ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।
মন্তব্য করুন: