নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার
৩ নভেম্বর ২০২৩

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
বৃহস্পতিবার সার্জনের ছুড়ি কাচির নিচে যান নেইমার। বেলো হরিজন্তের একটি হাসপাতালে ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল স্টাফ দিয়ে তার চিকিৎসা করানো হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আল হিলালের ফুটবলারকে শনিবার ছাড়পত্র দেয়া হবে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
দুই সপ্তাহ আগে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ৩১ বছর বয়সী এই ফুটবলার । এমআরআই স্ক্যান করার পর জানা যায়, তার বাঁ হাঁটুর এন্টেরিওর ক্রুসিয়েইট লিগামেন্ট ও মেনিসকাস টিস্যু ছিঁড়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সন্তানের সঙ্গে ছবি দিয়ে নেইমার বলেন, “সবকিছু ঠিক হয়ে যাবে।”
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ৯ কোটি ইউরো চুক্তিতে গত আগস্টে পিএসজি থেকে সৌদি প্রো লিগে পাড়ি জমান বার্সেলোনার সাবেক এই ফুটবলার। পেশীর চোটের সঙ্গে লড়াই করার কারণে আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন নেইমার।
মন্তব্য করুন: