ফাইনালের জন্য শিষ্যদের জীবন দিয়ে লড়ার আহ্বান আর্সেনাল কোচের

ফাইনালের জন্য শিষ্যদের জীবন দিয়ে লড়ার আহ্বান আর্সেনাল কোচের

রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছিল আর্সেনাল। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগে পিএসজির কাছে হেরে ধাক্কা খেয়েছে তারা। শিরোপা লড়াইয়ের মঞ্চে যেতে হলে প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে জিততেই হবে তাদের। আর এ জন্য শিষ্যদের জীবন দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে উঠতে বুধবার রাতে পিএসজির ঘরের মাঠে নামবে আর্সেনাল। ঘরের মাঠে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা।

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাচের অনুভূতি নিয়ে আর্তেতা বলেন, “উত্তেজনা, গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, খুব করে চাইছি দিনটা আসুক। পুরোপুরি প্রস্তুত থাকার অনুভূতি, আত্মবিশ্বাসে ভরপুর এবং সামনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুযোগ। আর যখন এমন একটা জায়গায় পৌঁছান, তখন আপনার জীবন দিয়ে খেলতে হয়।

এই ম্যাচে মাঠে নামার আগে আর্সেনালের মাঝমাঠে বাড়তি শক্তি যোগাবে টমাস পার্টের প্রত্যাবর্তন। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ঘানার এই মিডফিল্ডার। তবে এখনও বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়াই নামতে হবে লন্ডনের ক্লাবটিকে।

নিজেদের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল খেলছে আর্সেনাল। ২০০৫-০৬ মৌসুমে ফাইনালে উঠেছিল তারা। এরপর ২০০৮-০৯ মৌসুমে বিদায় নিতে হয়েছিল শেষ চার থেকেই। এবার তারা সেমি-ফাইনালে ওঠে কোয়ার্টার-ফাইনালের দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ ব্যবধানে হারিয়ে।

মন্তব্য করুন: