ক্লাব বিশ্বকাপেই লিভারপুল ছাড়তে যাওয়া অ্যালেক্সান্ডার-আর্নল্ডকে দলে চায় রিয়াল
৬ মে ২০২৫

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। ইংলিশ ক্লাবটির সঙ্গে এই ডিফেন্ডারের চুক্তি আগামী ৩০ জুন পর্যন্ত থাকলেও এর আগেই ক্লাব বিশ্বকাপের জন্য তাকে দলে নিতে চাইছে রিয়াল মাদ্রিদ। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
সোমবার এক বিবৃতিতে লিভারপুল জানায়, অ্যালেক্সান্ডার-আর্নল্ড চলতি মৌসুম শেষে ক্লাবকে তার বিদায়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, অ্যালেক্সান্ডার-আর্নল্ডের সঙ্গে ইতোমধ্যেই মৌখিক সমঝোতায় পৌঁছেছে রিয়াল। ২৬ বছর বয়সী এই রাইট ব্যাকও প্রিমিয়ার লিগের মৌসুম শেষে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী। তবে এ জন্য আগে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে রিয়ালকে।
দানি কারভাহালের হাঁটুর চোটের পর জানুয়ারিতে শীতকালীন দলবদলেই অ্যালেক্সান্ডার-আর্নল্ডকে দলে নিতে চেয়েছিল রিয়াল। কিন্তু সে সময় লিভারপুল আলোচনায় আগ্রহ দেখায়নি। ফলে অ্যালেক্সান্ডার-আর্নল্ডকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে নেওয়ার বিষয়ে আশাবাদী ছিল রিয়াল। কিন্তু এখন সে ভাবনা থেকে সরে এসেছে তারা।
সূত্রের মতে, অ্যানফিল্ডে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তিসঙ্গত ট্রান্সফার ফির বিনিময়ে অ্যালেক্সান্ডার-আর্নল্ডকে দলে চায় রিয়াল, যেন তিনি ক্লাব বিশ্বকাপে দলটির হয়ে অংশ নিতে পারেন।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। নিজেদের উদ্বোধনী ম্যাচে আগামী ১৮ জুন সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ‘এইচ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকোর পাচুকা (২২ জুন) ও জার্মানির সালজবুর্গ (২৬ জুন)।
মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয়েছিল অ্যালেক্সান্ডার-আর্নল্ডের। দীর্ঘ ২০ বছর অলরেডদের সঙ্গে থাকা এই ফুটবলার ক্লাবের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি প্রিমিয়ার লিগ, একটি করে এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।
মন্তব্য করুন: