দিবালাকে ছাড়াই কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা

দিবালাকে ছাড়াই কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে একুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এই দলে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবারই জায়গা হলেও বাদ পড়েছেন পাওলো দিবালা।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিওনেল মেসিকে অধিনায়ক করে প্রীতি ম্যাচ দুটির দল দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২৯ সদস্যের এই দল থেকেই কোপা আমেরিকার ২৬ জনের দল চূড়ান্ত করবেন কোচ স্কালোনি।

চলতি মৌসুমে এএস রোমার হয়ে দারুণ ছন্দে ছিলেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৩৬ ম্যাচে ২৬ গোলে অবদান রাখেন তিনি, যেখানে গোল ১৬টি এবং অ্যাসিস্ট ১০টি। তবে চোট জাতীয় কোনো সমস্যা না থাকার পরেও এই তারকা ফরোয়ার্ডকে দলে ডাকেননি স্কালোনি। ২০২২ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য দিবালা দেশের জার্সিতে সবশেষ ২০২৩ সালে মাঠে নামেন।  

তবে দিবালা না থাকলেও এই দলে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপে ২৬ জনের দলে থাকা গোলরক্ষক জেরোনিমো রুল্লি।

কোপা আমেরিকার শেষ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে একুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী ২০ জুন আটালান্টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৫ জুন নিউ জার্সিতে বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ২৯ জুন মায়ামিতে গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ প্রতিপক্ষ পেরু।

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি।  

ডিফেন্ডার: গনসালো মানতিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্দি, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন ব্রাকো।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, এসেকিয়েল পালাসিওস, এনসো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, ভালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, আনহেল কোররেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।

মন্তব্য করুন: