লেস্টারের হয়ে অধিনায়ক হামজার গোল
১৪ আগস্ট ২০২৫

লেস্টার সিটির হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কেবল দুবারই বল জালে জড়াতে পেরেছিলেন হামজা চৌধুরী। ইংলিশ ফুটবল লিগ কাপের নতুন মৌসুমে অধিনায়ক হিসেবে মাঠে নেমেই দৃষ্টিনন্দন এক গোল করে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তার দল।
বুধবার লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে হাডার্সফিল্ড টাউনের মাঠে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারে লেস্টার।
ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে হামজার দল। কিন্তু গোলের জন্য নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। অন্যদিকে ১১ শটের মধ্যে ছয়টিই লক্ষ্যে রাখে হাডার্সফিল্ড।
৫৪তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে ম্যাচের প্রথম গোলটি করেন হামজা। তার পাস থেকে বক্সের ভেতর বল পান কেইসি ম্যাকাটি। আইরিশ এই ডিফেন্ডার সেটি গোলমুখে বাড়ালে তা প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল ফিরে যায় হামজার কাছে। তার পায়ের ছোঁয়ায় বল মাটিতে ড্রপ খেয়ে একটু ওপরে উঠতেই দারুণ এক ভলিতে দূরের পোস্টে বল জালে জড়ান বাংলাদেশের হয়ে খেলা এই মিডফিল্ডার।
২০১৫ সালে লেস্টারে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটি হামজার তৃতীয় গোল। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের হয়ে নিজের প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে একই বছর ইউরোপা লিগে, এইকে এথেন্সের বিপক্ষে। এই তিনটি গোল ছাড়া ক্লাব ক্যারিয়ারে আর কোনো গোল নেই ২৭ বছর বয়সী এই ফুটবলারের।
নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে হামজার তিন সতীর্থ বল জালে জড়াতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে লেস্টার।
এই ম্যাচ হেরে লিগ কাপ থেকে বিদায় নিলেও গত রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মৌসুম শুরু করেছে হামজার দল। অবশ্য সেই ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি হামজার।
মন্তব্য করুন: