পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ফোর্ড

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ফোর্ড

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলটির ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি হাঁকানো ম্যাথিউ ফোর্ড কাঁধের চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।

শুক্রবার ত্রিনিদাদে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুদল। গত বুধবার অনুশীলনের সময় ক্যাচ নিতে গিয়ে কাঁধের হাড় নড়ে যায় ফোর্ডের। ফলে এই পেস অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের।

তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ একাডেমির পেস অলরাউন্ডার জোহান লেইনকে।

বোলিং ছাড়াও ব্যাটিংয়ে লোয়ার-অর্ডারে ফোর্ডকে মিস করবে ওয়েস্ট ইন্ডিজ। গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে ওয়ানডেতে এটি দ্রুততম ফিফটির রেকর্ড।

টি-টয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেও টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ সালের শুরু থেকে এটি তাদের মাত্র পঞ্চম ওয়ানডে সিরিজ। এর আগে তারা ইংল্যান্ডকে দুইবার (২-১) ও বাংলাদেশকে একবার (৩-০) হারিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের সময়টা ভালো কাটেনি। সবশেষ দুটি আইসিসি ওয়ানডে টুর্নামেন্টেই খেলতে পারেনি তারা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে তারা র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছে। টুর্নামেন্টে সরাসরি অংশ নিতে হলে তাদের কাট-অফ তারিখের আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ের মধ্যে থাকবে হবে।

মন্তব্য করুন: