টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে মুস্তাফিজ

৩ ডিসেম্বর ২০২৫

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে মুস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য থাকা মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে নেন ৩ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই পেসার।

বুধবার প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টি বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। এই ফরম্যাটে বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তিনি।

আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানো তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৩ ও ৩৯ রান দেন মুস্তাফিজ। মঙ্গলবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৩ ওভারে ১১ দিয়ে নেন ৩ উইকেট।

টি-টুয়েন্টি মুস্তাফিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছিল পাঁচ নম্বর।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেনেরও। শেষ দুই ম্যাচ খেলে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হওয়া মাহেদি তিন ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে। অন্যদিকে প্রথম ও শেষ ম্যাচ খেলে ৪ উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদ পাঁচ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের আবরার আহমেদ।

শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।

টি-টুয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ উন্নতি করেছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া বাঁহাতি এই ব্যাটার আইরিশদের বিপক্ষে শেষ দুই ম্যাচে যথাক্রমে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। এতে ক্যারিয়ার সেরা ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

তালিকায় বাংলাদেশের সবার উপরে আছেন তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন ১৯ নম্বরে আছেন বাঁহাতি এই ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দলের হয়ে একাই লড়াই করে ৫৯ রানের ইনিংস খেলে ৯১ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে আছেন শ্রীলঙ্কার কামিল মিশারা।

টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিকান্দার রাজাকে সরিয়ে আবারও শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। গত সপ্তাহে তাকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠা রাজা এখন আছেন দুই নম্বরে।

মন্তব্য করুন: