শতভাগ ফিট না হলে বিশ্বকাপ খেলা হবে না নেইমার-ভিনিসুসদের
১ ডিসেম্বর ২০২৫
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের তারকা খেলোয়াড় নেইমারসহ শুধু যে খেলোয়াড়রা শতভাগ ফিট থাকবেন, তারাই কেবল ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবেন।
চোটের কারণে গত দুই বছর ধরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের বাইরে আছেন। সেলেসাওদের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন।
বিশ্বকাপ দলে নেইমারের থাকার প্রসঙ্গে ব্রাজিলের এক টিভি অনুষ্ঠানে আনচেলত্তি বলেন, “তাকে শতভাগ ফিট থাকতে হবে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা খেলোয়াড় খুব ভালো। আমার এমন খেলোয়াড়দের বেছে নিতে হবে যারা শতভাগ ফিট। এটা শুধু নেইমারের ক্ষেত্রেই নয়, ভিনিসুসের ক্ষেত্রেও হতে পারে।”
“যদি ভিনিসুস ৯০% ফিট থাকে, তবে আমি এমন অন্য খেলোয়াড়কে ডাকব যে শতভাগ ফিট। কারণ এটা এমন একটা দল যার প্রতিযোগিতা করার ক্ষমতা খুব উচ্চ মানের, বিশেষ করে সামনের দিকে। আক্রমণভাগে, আমাদের সত্যিই অনেক ভালো খেলোয়াড় আছে।”
৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিস্কাসের সমস্যায় ভুগছেন। পুরোপুরি সেরে উঠতে বছরের শেষে তার অস্ত্রোপচার করানো হতে পারে। ব্রাজিলের হয়ে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার সবশেষ ম্যাচে বাঁ হাঁটুর ছিঁড়ে যাওয়া এসিএল ও মেনিস্কাস পুনর্গঠনের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল।
নেইমারের প্রতিভার প্রশংসা করে আনচেলোত্তি বলেন, “আমি মনে করি সে একজন দারুণ প্রতিভা। ইনজুরির কারণে তার দুর্ভাগ্য হয়েছে। তার যে ইনজুরি হয়েছে তার কারণে সে ভালো শারীরিক অবস্থায় থাকতে পারেনি।”
চোট নিয়েও গত শুক্রবার ব্রাজিলিয়ান সেরি আয় সান্তোসের হয়ে মাঠে নেমে গোল করে এবং করিয়ে দলকে রেলিগেশন অঞ্চল থেকে বের করেন নেইমার। শৈশবের ক্লাবকে রেলিগেশনের হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফিরে আসা নেইমার আগামী বছর তার চতুর্থ বিশ্বকাপে খেলার প্রত্যাশা করছেন।















মন্তব্য করুন: