সিলেট-রাজশাহী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের

২ ডিসেম্বর ২০২৫

সিলেট-রাজশাহী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের

নবাগত দুই ফ্রাঞ্চাইজি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টের ১২তম আসরের।

মঙ্গলবার রাতে বিপিএলের সূচি প্রকাশ করে বিসিবি। ছয় দলের টুর্নামেন্টে এবার প্লে-অফসহ ম্যাচ হবে মোট ৩৪টি। সিলেট ছাড়াও টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আছে চট্টগ্রাম ও ঢাকা। আগামী ২৩ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সিলেট পর্বে খেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। সেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১২টি। এরপর ৫ জানুয়ারি শুরু হওয়া চট্টগ্রাম পর্ব চলবে ১২ তারিখ পর্যন্ত। সেখানেও ম্যাচ হবে ১২টি। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। প্লে-অফ পর্বসহ এখানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ ১০ ম্যাচ।

১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ারও। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনের প্রথম ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। শুক্রবারের প্রথম ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এবারের বিপিএল অংশ নেওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। গত রোববার এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

এবারের বিপিএলের সূচি

মন্তব্য করুন: