মারক্রামের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা
৪ ডিসেম্বর ২০২৫
বিরাট কোহলির টানা দ্বিতীয় ও রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জয়ের অভিযানে রান পাহাড়ে উঠেছিল ভারত। কিন্তু এইডেন মারক্রামের দুর্দান্ত শতকের সুবাদে তা ম্লান করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে প্রোটিয়ারা।
বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৫৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়াও। ২০১৯ সালের মার্চে মোহালিতে ৪ উইকেটে জিতেছিল অজিরা।
ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করলেও প্রথম ১০ ওভারের ভেতর দুই ওপেনারকে হারায় ভারত। রোহিত শর্মার বিদায়ে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর যশস্বী জয়সোয়াল (২২) ফেরেন দলীয় ৬২ রানে।
তৃতীয় উইকেটে দলের হাল ধরে ১৯৫ রানের রেকর্ড জুটি গড়েন কোহলি ও গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটেই এটি ভারতের সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটি ছিল দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকার ও দিনেশ কার্তিকের। ২০১০ সালে তারা ১৯৪ রানের জুটি গড়েছিলেন।
৭৭ বলে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো গায়কোয়াড় ১০৫ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর ৯০ বলে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ডানহাতি এই ব্যাটারের ১০২ রানের ইনিংস থামান লুঙ্গি এনগিডি। এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ৪৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বিশাল সংগ্রহ পায় ভারত।
লক্ষ্য তাড়ায় ২৬ রানে কুইন্টন ডি ককের (৮) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও মারক্রামের ১০১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন। পুরো ইনিংসে শতরানের জুটি হয় কেবল এই একটিই। ৪৬ রান করা বাভুমার বিদায়ে ভাঙে এই জুটি।
৮৮ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন মারক্রাম। ওপেনার হিসেবে নিজের ২৫তম ইনিংসে প্রথম শতকের দেখা পেলেন তিনি। তার ৯৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১০ রানের ইনিংসটি থামান হার্শিত রানা।
এরপর ম্যাথিউ ব্রিটস্কিকে নিয়ে ঝড় তোলেন ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে ৬৪ বলে এই দুই ব্যাটার যোগ করেন ৯৮ রান। ৩৪ বলে ৫ ছক্কা ও ১ চারে ৫৪ রান করে ফেরেন ব্রেভিস। নিজের একাদশ ইনিংসে সপ্তমবারের মতো পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা ব্রিটস্কি ফেরেন ৬৮ রান করে।
১৭ রান করে টনি ডি জর্জি রিটায়ার্ড হার্ট হলে কিছুটা শঙ্কায় পড়েছিল প্রোটিয়াদের। কিন্তু কর্বিন বোশের ঝড়ো ১৫ বলে ২৯ রানের ইনিংস জয় তুলে নেয় তারা।
আগামী শনিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: