‘ধর্ষণের অভিযোগে’ ইংল্যান্ড পুলিশের তদন্তের মুখে পাকিস্তানের হায়দার

‘ধর্ষণের অভিযোগে’ ইংল্যান্ড পুলিশের তদন্তের মুখে পাকিস্তানের হায়দার

পাকিস্তানের ব্যাটার হায়দার আলীর বিরুদ্ধে অপরাধের তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ। সম্প্রতি পাকিস্তান দলের হয়ে ইংল্যান্ড সফরের সময় একটি অপরাধে জড়িয়েছিলেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

বৃহস্পতিবার এক বিবৃতিতে হায়দারকে আটক করার কথা জানায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এরপর ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে জামিন দেওয়া হয়।

হায়দারের অপরাধের ধরন জানার জন্য রয়টার্সের তরফ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে একটি ইমেইলে বলা হয়, “২০২৫ সালের আগস্ট, সোমবার ধর্ষণের একটি অভিযোগ পাওয়ার পর আমরা ২৪ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করেছি।

ঘটনাটি গত ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি জায়গায় ঘটেছিল জানিয়ে আরও বলা হয়, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে অফিসাররা সহযোগিতা করছেন।

হায়দারকে আইনি সহায়তা দেওয়া হবে বলে পিসিবির এক বিবৃতিতে জানানো হয়।

পিসিবি যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া বিধানসমূহকে পূর্ণ সম্মান জানায় এবং মনে করে, তদন্তের স্বাভাবিক ধারায় চলতে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান তদন্তের ফল না আসা পর্যন্ত পিসিবি হায়দার আলীকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ৩৫টি টি-টুয়েন্টি খেলেছেন হায়দার। এছাড়া সবশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে তিনি ১২টি ম্যাচ খেলেন।

মন্তব্য করুন: