শিরোপা জিতে ভাগ্যকে ধন্যবাদ দিলেন পিএসজি কোচ

১৪ আগস্ট ২০২৫

শিরোপা জিতে ভাগ্যকে ধন্যবাদ দিলেন পিএসজি কোচ

উয়েফা সুপার কাপে টটনাম হটস্পারের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত - গোলে পিছিয়ে ছিল পিএসজি। এরপর দুই বদলি খেলোয়াড়ের গোলে নাটকীয়ভাবে ম্যাচে সমতায় ফেরার পর টাইব্রেকারে জেতে ফরাসি ক্লাবটি। ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে জানিয়েছেন, ভাগ্য সহায় হওয়ায় শিরোপা জিতেছে তার দল।

বুধবার ইতালির উদিনেতে নির্ধারিত সময় শেষে খেলা - সমতায় ছিল। এরপর টাইব্রেকারে ইউরোপা লিগ জয়ীদের - ব্যবধানে হারায় চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

ম্যাচের ৮৫তম পিএসজির হয়ে এক গোল শোধ দেন বদলি হিসেবে নামা লি কাং-ইন। ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলকে সমতায় ফেরান আরেক বদলি গনসালো রামোস।

পেনাল্টি শুটআউটে প্রথম শট মিসের পর টানা চারটি শট জালে জড়িয়ে প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপ জয়ের স্বাদ পায় পিএসজি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকে জানান, দুই দলের ফিটনেসের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। গত মাসে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর সদ্যই অনুশীলন শুরু করেছে তারা।

৮০ মিনিট পর্যন্ত এটা আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয়, টটনামই ম্যাচ জেতার যোগ্য ছিল, কারণ তারা ছয় সপ্তাহ ধরে অনুশীলন করছে এবং দুর্দান্ত খেলেছে। আমরা মাত্র ছয় দিন অনুশীলন করেছি। কিন্তু কখনও কখনও ফুটবলে অন্যায্য কিছু হয়। শেষ ১০ মিনিটে দুটি গোল করতে পারায় আমরা ভাগ্যবান।

আগামী সোমবার নঁতের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি।

মন্তব্য করুন: