বিশ্বকাপ জয়ের বোনাস জতার পরিবারের সঙ্গে ভাগাভাগি করবে চেলসি
১৪ আগস্ট ২০২৫

ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস অর্থের একটি অংশ প্রয়াত লিভারপুল তারকা দিয়োগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের সঙ্গে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছে চেলসি ও ক্লাবটির খেলোয়াড়রা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ফাইনালে গত মাসে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে চেলসি। চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে ৮ কোটি ৭০ লাখ পাউন্ড পেয়েছে লন্ডনের ক্লাবটি।
প্রতিবেদনে জানানো হয়, এই প্রাইজমানি থেকে ১ কোটি ১৪ লাখ পাউন্ড বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সেখান থেকে একটি অংশ জতা ও সিলভার পরিবারকে দেওয়ার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে চেলসি ও দলের সদস্যরা।
গত ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ী দুর্ঘটনায় প্রাণ হারান জতা ও তার ভাই সিলভা। সে সময় ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে মাঠে নামার আগে জতা ও তার ভাইয়ের নাম লেখা জার্সি নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড ও জতার বন্ধু পেদ্রো নেতো।
ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম সপ্তাহন্তজুড়ে জতা ও সিলভার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
ইতোমধ্যে জতার সম্মানে তার ২০ নম্বর জার্সিকে চিরতরে তুলে রাখার ঘোষণা দিয়েছে লিভারপুল।
মন্তব্য করুন: