মৌসুমের বাকি অংশে কামাভিঙ্গাকে পাবে না রিয়াল
২৪ এপ্রিল ২০২৫

লা লিগায় পাওয়া চোটের কারণে মৌসুমের বাকি অংশ শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গার। এমনকি ক্লাব বিশ্বকাপেও ফরাসি এই মিডফিল্ডার খেলতে পারবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন কামাভিঙ্গা। কিন্তু চোটের কারণে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানান, বার্সেলোনার বিপক্ষে শনিবারের কোপা দেল রের ফাইনালে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বৃহস্পতিবার রিয়ালের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, কামাভিঙ্গার বাঁ কুঁচকির টেন্ডন পুরোপুরি ছিঁড়ে গেছে। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ক্লাবের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, এই চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকবেন কামাভিঙ্গা। ফলে আগামী জুন-জুলাইয়ে চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলা এই ফুটবলারকে মাঠের বাইরে থাকতে হবে।
বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে কিলিয়ান এমবাপ্পে, ফেরলঁ মঁদি ও দাভিদ আলাবার খেলা নিয়ে শঙ্কায় আছে রিয়াল।
লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তালিকার দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। লিগের আর পাঁচ রাউন্ডের খেলা বাকি আছে।
মন্তব্য করুন: