উডের কাছে পাওয়ার হিটিংয়ের যা রপ্ত করছেন জাকেররা
১৮ আগস্ট ২০২৫

টি-টুয়েন্টির ক্রিকেটের বর্তমান যুগে চার-ছক্কা মারার দিক দিয়ে অন্যদের চেয়ে পিছিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি-টুয়েন্টি ছাড়াও ওয়ানডেতেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘাটতিও আছে তাদের মধ্যে। এই সমস্যা সমাধানে এশিয়া কাপের আগে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করছেন ক্রিকেটাররা। এই ইংলিশ কোচের কাছ থেকে এখন পর্যন্ত রপ্ত করা কৌশলের বিষয়ে জাকের আলী অনিক জানিয়েছেন, আগে যেগুলো আউট হতো এখন সেগুলো ছক্কা হবে।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে ২৮ দিনের চুক্তিতে উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছেন প্রাথমিক দলের ক্রিকেটাররা। সেখানে উডের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটাররা। আগামী বুধবার সিলেটে শুরু হবে দলের মূল স্কিল ক্যাম্প। সেখানে দলের সঙ্গে সেপ্টেম্বরের শুরুর কয়েকদিন পর্যন্ত কাজ করবেন দলের পাওয়ার হিটিং কোচ।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে উডের সঙ্গে কী কী বিষয় নিয়ে কাজ করা হচ্ছে জানতে চাওয়া হলে জাকের বলেন, “আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।”
অল্প সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় পাওয়ার হিটিংয়ে দলের আমূল পরিবর্তন না হওয়ার বিষয়টি ক্রিকেটারদের আগেই বুঝিয়ে দিয়েছেন উড। ফলে ঢাকায় কেবল মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে বলে জানান জাকের।
উডের কোচিংয়ে ব্যাটারদের মধ্যে দৃশ্যমান কোনো উন্নতি হওয়ার প্রসঙ্গে ডানহাতি এই ব্যাটার বলেন, “এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কী উন্নতি হলো, কী না হলো, এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ভিন্ন ধরনের অনুশীলনগুলো অবশ্যই কাজে আসবে।”
“যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে...এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।”
মন্তব্য করুন: