রেকর্ড গড়ে পিএফএর বর্ষসেরা সালাহ

২০ আগস্ট ২০২৫

রেকর্ড গড়ে পিএফএর বর্ষসেরা সালাহ

গত মৌসুমে লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সালাহ। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার প্রফেশনালস ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিনবার এই পুরস্কার জিতলেন মিশরের এই তারকা।

মঙ্গলবার ম্যানচেস্টারে সালাহর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

লিভারপুলকে রেকর্ড ছোঁয়া ২০তম লিগ শিরোপা জেতাতে মৌসুম সর্বোচ্চ ২৯টি গোল করেন সালাহ। এছাড়া ১৮টি গোলে সহায়তাও করেন তিনি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয় অলরেডদের।

এর আগে প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন, সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট এবং সর্বোচ্চ অ্যাসিস্টের জন্য প্লেমেকার পুরস্কার জিতেছেন সালাহ। একই মৌসুমে এই তিনটি পুরস্কার জেতা প্রথম খেলোয়াড়ও তিনি।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। অভিষেক মৌসুমের আলো ছড়িয়ে পিএফএ বর্ষসেরা হন ২০১৮ সালে। এরপর আবার পুরস্কার জেতেন ২০২২ সালে।

পিএফএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রিমিয়ার লিগ ও ফুটবল লিগের ৯২টি দলের খেলোয়াড়দের ভোটের মাধ্যমে। এবারের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় সালাহ ছাড়াও ছিলেন তার ক্লাব সতীর্থ আলেক্সিস মাক আলিস্টের, নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার ইসাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেস, আর্সেনালের ডেক্লান রাইস এবং চেলসির কোল পালমার।

এর আগে দুবার করে পিএফএর বর্ষসেরা হয়েছেন মার্ক হিউজ (১৯৮৯ ও ১৯৯১), অ্যালান শিয়ারার (১৯৯৫ ও ১৯৯৭), থিয়েরি অঁরি (২০০৩ ও ২০০৪), ক্রিশ্চিয়ানো রোনালদো (২০০৭ ও ২০০৮), গ্যারেথ বেল (২০১১ ও ২০১৩) এবং কেভিন ডে ব্রুইনে (২০২০ ও ২০২১)।

সালাহসহ লিভারপুলের চারজন খেলোয়াড় প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে ২০১৭ সালের পর এবারই প্রথম একাদশে নেই ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add