দুর্দান্ত প্রত্যাবর্তনে টটনামকে হারিয়ে সুপার কাপের শিরোপা পিএসজির
১৪ আগস্ট ২০২৫

নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগেও দুই গোলে এগিয়ে ছিল টটনাম হটস্পার। দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জয়ের পর আরেকটি শিরোপা উদযাপনের প্রস্তুতিও হয়তো নিয়েছিল তারা। কিন্তু সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে পিএসজি। এরপর টাইব্রেকারে ইংলিশ ক্লাবটির হৃদয় ভেঙে প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে লুইস এনরিকের দল।
বুধবার ইতালির উদিনেতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়। এরপর সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি।
পেনাল্টি শুটআউটে ফরাসি ক্লাবটির হয়ে প্রথম শটটি মিস করেন ভিতিনিয়া। তবে পরের চারটি শট জালে জড়ান গনসালো রামোস, উসমান দেম্বেলে, লি কাং-ইন ও নুনো মেন্দেস।
অন্যদিকে টটনাম প্রথম দুটি শট থেকে গোল পেলেও মিকি ফন দে ফেনের নেওয়া তৃতীয় শটটি ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ে। পরের শটটি পোস্টের বাইরে মারেন মাথিয়াস তেল।
গত মে মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। এর আগে একই মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জেতে টটনাম। এবার নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শিরোপা জয়ের খুব কাছে থেকেও ফিরে আসতে হলো লন্ডনের ক্লাবটিকে।
পুরো ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখা পিএসজি প্রথম গোল হজম করে ৩৯তম মিনিটে। গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসা শট জালে জাড়িয়ে টটনামকে উল্লাসে ভাসান ডাচ ডিফেন্ডার ফন দে ফেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধানে দ্বিগুণ করেন দলের নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
ম্যাচে ফিরতে মরিয়া পিএসজি আক্রমণে ধার বাড়ালেও ব্যবধান কমাতে তাদের অপেক্ষা করতে হয় ৮৫তম মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে দলের হয়ে এক গোল শোধ দেন বদলি হিসেবে নামা দক্ষিণ কোরিয়ার উইঙ্গার কাং-ইন। ছয় মিনিটের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেডে দলকে সমতায় ফেরান আরেক বদলি রামোস।
এরপর টাইব্রেকারে চলতি বছর নিজেদের পঞ্চম শিরোপা জেতে এনরিকের দল।
মন্তব্য করুন: