সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হারার পরও এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনা কি ছিল বাংলাদেশের? একটু হলেও তো ছিল; কাগজ-কলমে হলেও তো ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ে শেষ বাংলাদেশের ওই একটু আশাও। কিভাবে? ঠিক কোন জায়গায় এই ম্যাচটি জিতে নিল রোহিত শর্মার দল? কোনটি টার্নিং পয়েন্ট? নট আউট নোমান-এর সঙ্গে মিলিয়ে দেখতে পারেন।
মন্তব্য করুন: