র্যাকেট ভাঙলেন মেদভেদেভ, গুনলেন বড় জরিমানা
২৮ আগস্ট ২০২৫

ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে অখেলোয়াড়সূলভ আচরণ করে এবং ম্যাচ শেষে র্যাকেট ভাঙার ঘটনায় শাস্তি পেয়েছেন দানিল মেদভেদেভ। বুধবার টুর্নামেন্টের সাবেক এই চ্যাম্পিয়নকে মোট ৪২ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন।
গত রোববার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে ৬-৩, ৭-৫, ৬-৭(৫), ০-৬, ৬-৪ সেটে হেরে আসর থেকে বাদ পড়েন মেদভেদেভ। তৃতীয় সেট চলাকালে তার রাগান্বিত প্রতিক্রিয়া খবরের শিরোনাম হয়ে দাঁড়ায়।
১৩ নম্বর বাছাই মেদভেদেভ তখন ম্যাচ পয়েন্টের মুখে ছিলেন এবং সরাসরি সেটে হার এড়াতে লড়ছিলেন। ঠিক সেই সময় কোর্টে এক ফটোগ্রাফার ঢুকে পড়েন। বঁজি প্রথম সার্ভ মিস করলেও এই ঘটনায় ম্যাচ পরিচালক তাকে আরেকটি প্রথম সার্ভের সুযোগ দেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মেদভেদেভ।
ম্যাচ হারের পর কোর্টের পাশে বসে নিজের র্যাকেট ভাঙেন মেদভেদেভ।
অখেলোয়াড়সূলভ আচরণের দায়ে মেদভেদেভকে ৩০ হাজার ডলার এবং র্যাকেট ভাঙার জন্য ১২ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিদায় নিলেও ২০২১ সালের চ্যাম্পিয়ন মেদভেদেভ ১ লাখ ১০ হাজার ডলার পেয়েছেন।
মন্তব্য করুন: