বল হাতে ব্যাটসম্যানদের প্রশ্নের মুখে ফেলেন অবিরাম। এবার নট আউট নোমানের ৫০ প্রশ্নের মুখে তাসকিন আহমেদ। বোলিংয়ে নিজে করেন ইয়র্কার। এবার আমাদের ‘কুল-ইয়র্কার’ এর মুখোমুখি। একটি-দুটি তো নয়, এ ঈদ আয়োজনে ৫০ প্রশ্নের ইয়র্কারের সামনে বাংলাদেশের এই ফাস্ট বোলার। মজার প্রশ্ন। সহজ প্রশ্ন। কঠিন প্রশ্ন। টক-ঝাল-মিস্টি প্রশ্ন। ইয়র্কারে সব প্রশ্নেরই সামনে ফেলেছি তাসকিনকে। কয়েকটি নমুনা দিই। যে কোনো একটি বেছে নিতে বললে আপনি কি লাল বলে টেস্ট খেলতে চাইবেন; নাকি সাদা বলে ওয়ানডে-টি২০? ছেলে ক্রিকেটার হলে কি আপনার মতো ফাস্ট বোলার বানাতে চাইবেন? মুস্তাফিজের কাটার আপনাকে দেয়া হলো আর আপনার কাছ থেকে গতি-আগ্রাসন দেয়া হল মুস্তাফিজকে -- এই এক্সচেঞ্জ অফারে আপনি কি রাজি? মাশরাফির কোন উপদেশটি শোনা উচিত ছিল কিন্তু শোনেননি? ধরুন, স্ত্রীর কাছ থেকে ব্যাচেলার ট্রিপে যাবার অনুমতি পেলেন বিবাহিত তিন ক্রিকেটার বন্ধু; সঙ্গী হিসেবে অন্য দুজন কাকে কাকে নেবেন? একদিন নেটে গিয়ে দেখলেন আপনি আর ফাস্ট বোলিং করতে পারছেন না কিন্তু খুব ভালো স্পিন বোলিং করতে পারছেন; তখন কার মতো স্পিনার তখন হতে চাইবেন? পারফরম্যান্সের সঙ্গে কি মেয়েভক্তের সংখ্যাও বাড়ে-কমে? কোন স্বপ্নটি বড় -- জীবনে একটি বল হলেও ১৫০ কিলোমিটার গতিতে করা, নাকি বাংলাদেশের জার্সিতে ৫০০ উইকেট নেয়া? এমন ৫০ প্রশ্নের ‘কুল-ইয়র্কার’ কেমন সামলেছেন তাসকিন, দেখুন ভিডিওতে। তবে এটুকু বলতে পারি, তাঁর উত্তর যেমন আনন্দ দিয়েছে, তেমনি কিছু কিছু উত্তর চমকেও দিয়েছে।
মন্তব্য করুন: