এল ক্লাসিকো: বার্সার শিরোপা, রিয়ালের টিকে থাকার লড়াই

এল ক্লাসিকো: বার্সার শিরোপা, রিয়ালের টিকে থাকার লড়াই

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে শিরোপা নিষ্পত্তির বিষয়টি অনেকটাই নির্ভর করছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচের ওপর। এই ম্যাচ জিতলে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে হানসি ফ্লিকের দলের। অন্যদিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা জিতলে তাদের আশা বেশ ভালোভাবেই টিকে থাকবে। কিন্তু চলতি মৌসুমে দু’দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবে একদমই স্বস্তিতে নেই রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তিন ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোটি বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

এই ম্যাচ জিতলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। পরের ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নেবে তারা, কারণ নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল জিতলেও বার্সার পয়েন্টকে টপকাতে পারবে না।

অন্যদিকে রিয়াল এই ম্যাচে জিতলে দু’দলের পয়েন্টের ব্যবধান কমে হবে ১। এক্ষেত্রে শিরোপা দৌড়ে টিকে থাকলেও তাদের আশায় থাকতে হবে বার্সেলোনা যেন কোনো এক ম্যাচে পয়েন্ট হারায়। এছাড়াও নিজেদের শেষ তিন ম্যাচে পুরো ৯ পয়েন্টই পেতে হবে এমবাপ্পে-ভিনিসুসদের। তবেই ৩৮ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে হয়তো কিছুটা এগিয়ে আছে বার্সেলোনা। কিন্তু গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে হেরে আসর থেকে বিদায় নেওয়ায় সেই ছন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে ফ্লিকের দলের।

অন্যদিকে সবশেষ পাঁচ লিগ ম্যাচের চারটিতে জয় পেলেও মাঠের পারফরম্যান্সে চেনা ছন্দে ছিল না রিয়াল। সেল্তা ভিগোর বিপক্ষে সবশেষ ম্যাচে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুতে তিন গোলে এগিয়ে সহজ জয়ের পথে থাকা আনচেলত্তির দল দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে।

চলতি মৌসুমে দু’দলের তিন দেখায় বার্সেলোনার কাছে ১২ গোল হজম করেছে রিয়াল, বিপরীতে গোল দিতে পেরেছে কেবল ৪টি। গত অক্টোবরে লিগে প্রথম দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়ে স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ইয়ামাল-রাফিনিয়ারা। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের জয় পায় তারা। সবশেষ গত এপ্রিলে কোপা দেল রের ফাইনালে জয়ের ভালো অবস্থানে ছিল রিয়ালই। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অতিরিক্ত সময়ের ম্যাচে তাদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

অথচ গত মৌসুমে এই চিত্রটা ভিন্ন ছিল। মুখোমুখি তিন দেখার সবকটিতেই বার্সেলোনাকে হারায় রিয়াল। লিগ শিরোপাও নিজেদের করে নিয়েছিল আনচেলত্তির দল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত হওয়া সব এল ক্লাসিকোতে রিয়াল হারলেও তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে পরিসংখ্যান। বার্সেলোনার মাঠে হওয়া সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে মাদ্রিদের ক্লাবটি।

মন্তব্য করুন: