নিউ জিল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

নিউ জিল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

নিউ জিল্যান্ড ‘এ দলকে প্রথম দুই ম্যাচে গুঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ ‘এ দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা হলো না নুরুল হাসান সোহানের দলের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা ৪ উইকেটে হেরে গেছে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার মাঠে  টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভার ৪ বলে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে স্পিন বাধা সামলে ১০ বল আগে লক্ষ্যে পৌঁছায় নিউ জিল্যান্ড।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ১৬ রানের ভেতর দুই ওপেনার নাঈম শেখ (৪) ও এনামুল হক বিজয়কে হারিয়ে চাপে পড়ে তারা। তৃতীয় উইকেটে একাদশে আসা সাইফ হাসান ও ইয়াসির আলী দলের হাল ধরার চেষ্টা করলেও তারা বেশি দূর যেতে পারেননি। ৩১ রান করা সাইফের বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটিটি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা দলীয় একশ রানের আগেই হারায় অর্ধেক ব্যাটারদের। আগের ম্যাচে শতক হাঁকানো অধিনায়ক সোহান ১২ ও মোসাদ্দেক হোসেন ৪ রান করে সাজঘরের পথ দেখেন। তবে এক প্রান্ত আগলে রেখে ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন ইয়াসির। এরপর টেইলএন্ডারদের নিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন নাসুম আহমেদ। শেষ ব্যাটার হিসেবে তিনি ফেরেন ৯৭ বলে ৬৭ রান করে।

রান তাড়ায় উদ্বোধনী জুটি থেকে ৭৭ রান আসে নিউ জিল্যান্ডের। তবে মাঝে নাসুম, মোসাদ্দেক ও নাঈম হাসানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। কিন্তু সপ্তম উইকেটে ম্যাচসেরা ডিন ফক্সক্রফট ও জ্যাক্যারি ফকসের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ৪৮ ওভার ২ বলে ম্যাচ লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।

আগামী বুধবার সিলেটে শুরু হবে দুদলের প্রথম চার দিনের ম্যাচ।

মন্তব্য করুন: