সাকিব আল হাসানের দেশা ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস।
সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে ▷ ৭ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমি গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি। শুধু নিজের ব্যাটিংটা উপভোগ করছি, এইটুকুই ▷ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গারের পাশে থাকা আমার জন্য সম্মানের। আমি তাদের দুজনকেই একটা ভালো ডিনারে আমন্ত্রণ জানাব ▷ ভারত এই টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদেরকে অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে ▷ আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকে কিংবা দেখা শুরু করার পর থেকে এমন কিছু দেখিনি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়ন। ট্রফি আমাদের প্রাপ্য ছিল ▷
মন্তব্য করুন: