সাকিব আল হাসানের দেশা ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস।
সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে ▷ ৭ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমরা ভালো খেলিনি। প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি তা মোটেও ভালো ছিল। সেটাই আমাদের ম্যাচটি হারিয়েছে ▷ এটা আমি ব্যক্তিগত কিছু থেকে বা রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা কেবল দলের ভালোর জন্যই এবং এখানে ব্যক্তিগত কিছু নেই ▷ আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক ▷ ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে আমার কিছু নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো (আচরণ) করেছে ওরা। কিন্তু আমি ক্ষোভ পুষে রাখি না ▷
মন্তব্য করুন: