কোচের সঙ্গে আলোচনার পর লিভারপুল স্কোয়াডে সালাহ
১৩ ডিসেম্বর ২০২৫
কোচ আর্নে স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনার পর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের জন্য মোহাম্মদ সালাহকে লিভারপুল স্কোয়াডে ফেরানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, দলের অনেক খেলোয়াড় চোটে থাকায় ক্লাবের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্লট। তবে দু’পক্ষের মধ্যে এখনও সমস্যার সমাধান হয়নি। মিশরের হয়ে সালাহ আফ্রিকান কাপ অব নেশনসে খেলার সময় এই সমস্যা সমাধানে কাজ করে যাবেন তার এজেন্ট ও লিভারপুল কর্তৃপক্ষ।
শনিবার অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সালাহর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন স্লট।
প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে পুরোটা সময় বেঞ্চে কাটান সালাহ। মাঝে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেন বদলি হিসেবে। গত সপ্তাহে লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচের পর এই ফরোয়ার্ড অভিযোগ করেন, দলের বাজে সময়ের জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে এবং দলের কেউ একজন চায় যেন সব দোষ তার ওপর পড়ে।
বিস্ফোরক এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন সালাহ। ম্যাচটি ১-০ গোলে জেতে লিভারপুল।
সেই সাক্ষাৎকারে সালাহ জানিয়েছিলেন, শনিবারের ম্যাচটি হবে অ্যানফিল্ডকে বিদায় জানানোর একটি সুযোগ। এতে উপস্থিত থাকার জন্য তার মাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এই ম্যাচের পর আগামী সোমবার মিশর দলে যোগ দেবেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন সালাহ। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে ক্লাবটিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। স্লট সংবাদ সম্মেলনে বলেন, “আমি সালাহর সঙ্গে আলোচনা করব। এই আলোচনার ফলের ওপর নির্ভর করবে সামনের পরিস্থিতি কেমন দাঁড়াবে।”















মন্তব্য করুন: