লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে সালাহর সঙ্গে আলোচনায় বসবেন স্লট
১২ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদ সালাহকে লিভারপুল ছাড়ার কোনো সুযোগ দিতে চান না আর্নে স্লট। অলরেডদের ডাচ কোচ জানিয়েছেন, শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে মিশরীয় তারকার ভূমিকা কী হবে, তা নির্ধারণ করতে শুক্রবার তার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন তিনি।
গত শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের পর এক বিস্ফোরক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী সালাহ অভিযোগ করেন, লিভারপুলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য ক্লাব তাকে বলির পাঁঠা বানাচ্ছে। কেউ একজন চায় যেন সব দোষ তার ওপর পড়ুক। তখন থেকেই লিভারপুলে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়তে থাকে।
এই ঘটনায় গত মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের দলেও রাখা হয়নি সালাহকে।
শিরোপা ধরে রাখার অভিযানে প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জিতে শুরুটা দুর্দান্ত করলেও দ্রুতই খেই হারিয়ে ফেলে লিভারপুল। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বর্তমানে দশম স্থানে আছে তারা।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাহর প্রসঙ্গে স্লট বলেন, “আজ সকালে আমি সালাহর সঙ্গে একটি আলোচনা করব। সেই আলোচনার ফলস্বরূপ আগামীকাল পরিস্থিতি কেমন হবে তা নির্ধারিত হবে।”
সালাহকে ক্লাবে ধরে রাখতে চান কি না, জানতে চাওয়া হলে এই ডাচ কোচ বলেন, “আমি তাকে থাকতে না চাওয়ার কোনো কারণ দেখি না।”
অ্যানফিল্ডে সালাহর ভবিষ্যৎ নিয়ে আরও জানতে চাওয়া হলে কোনো নিশ্চয়তা দিতে রাজি হননি স্লট।
“আমি মনে করি, সালাহর সম্পর্কে আমার পরবর্তী কথা তার সাথে বলা উচিত, এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন তবে এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই। সান্ডারল্যান্ডের ম্যাচের পর তার প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধিদের মধ্যে, তার এবং আমার মধ্যে অনেক আলোচনা হয়েছে।”
গত শনিবারের সাক্ষাৎকারে সালাহ ইঙ্গিত দিয়েছিলেন, ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি লিভারপুলের হয়ে তার শেষ ম্যাচ হতে পারে। কারণ মিশরের হয়ে আফ্রিকান কাপ অফ নেশনসে অংশ নিতে আগামী সোমবার তিনি চলে যাবেন।
দীর্ঘদিন ধরেই সৌদি প্রো লিগের ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন সালাহ। যদি স্লট এবং লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমাধানে পৌঁছানো না যায়, তবে আসছে জানুয়ারিতে তিনি ক্লাব ছাড়তে পারেন।















মন্তব্য করুন: