রোহিত-গিল একাদশে ফিরলেও অ্যাডিলেইডে রাহুলকে টপ-অর্ডারে দেখতে চান পুজারা।
রোহিত যদি ওপেন করতে চায়, রাহুলের তিনে ব্যাট করা উচিত। এর নিচে অবশ্যই নয়। আমার মতে, তাকে টপ-অর্ডারেই ব্যাট করতে হবে ▷ ২৯ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমরা যদি গোল নাও করতে পারি, তাহলেও হয়তো আমাদের পক্ষে ক্লিন শিট রাখা সম্ভব। তাই দল হিসেবে আমাদের আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে ▷ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও (সাকিব) তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই ▷ দুর্ভাবনায় পড়েছি, কারণ জানি না কী হবে। আমরা চেষ্টা করছি বিভিন্ন কিছু পরখ করে দেখতে। ছেলেদের সম্পর্কে আমি এখনও সেভাবে জানি না ▷ আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। তাই আমাদের অনেকের জন্য এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে ▷
মন্তব্য করুন: