ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম ম্যাচ জয়ের পর নতুন কোচ আমুরি।
দুর্ভাবনায় পড়েছি, কারণ জানি না কী হবে। আমরা চেষ্টা করছি বিভিন্ন কিছু পরখ করে দেখতে। ছেলেদের সম্পর্কে আমি এখনও সেভাবে জানি না ▷ ২৯ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে, তাদেরকে কুর্নিশ। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তাদের স্কিলের জবাব দিতে পারিনি আমরা। জয় তাদেরই প্রাপ্য ▷ এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে তাদের সঙ্গে আমি আলোচনা করব ▷ আমি গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি। শুধু নিজের ব্যাটিংটা উপভোগ করছি, এইটুকুই ▷ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গারের পাশে থাকা আমার জন্য সম্মানের। আমি তাদের দুজনকেই একটা ভালো ডিনারে আমন্ত্রণ জানাব ▷
মন্তব্য করুন: